চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ও সাগর উপকূল থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এসব লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন আবু তালেব (৫৫)। তিনি সীতাকুণ্ডের জোড় আমতল এলাকার একটি কারখানায় নৈশপ্রহরী ছিলেন। অন্যজনের পরিচয় জানা যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন জানান, রবিবার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে আবু তালেবের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে কুমিরা নৌপুলিশ পরিদর্শক ওয়ালি উদ্দিন জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় সাগর উপকূল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৪০। পুলিশ পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে।