জুলাই গণ-অভ্যুত্থানকালীন যাত্রাবাড়ীতে শহীদ ইমাম হাসান তাইমকে প্রথম গুলি করা যাত্রাবাড়ী থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর (এসআই) সাজ্জাদুজ্জামান ঢাকার নিম্ন আদালত থেকে জামিন পাওয়ায় উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানান। ২৪ ঘণ্টার মধ্যে তার জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজ্জাদুজ্জামানের জামিন বাতিল করে তাকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামির জামিন পাওয়া গভীর আশঙ্কার বিষয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ’২৪-এর জুলাই-আগস্টে পতিত আওয়ামী লীগ তাদের পালিত প্রশাসন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে নির্মম গণহত্যা চালায়। গণহত্যাকারী আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত কারও মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। এর মধ্যে নতুন করে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের জামিন হওয়ায় জনমনে নতুন করে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।