জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়, সরকার এনবিআরের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণির চাকরি রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।
তাই এসেন্সিয়াল সার্ভিস (সেকেন্ড) অর্ডিন্যান্স ১৯৫৮ এর সেকশন ৩ এর সাব-সেকশনে (১) প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনস্বার্থ রক্ষায় এনবিআরের আওতাধীন সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করল।