রাজধানীর ডেমরার একটি বাসা থেকে রফিকুল ইসলাম ওরফে নিলয় (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
ডেমরা থানা সূত্র জানায়, ভোরে ডেমরার আমান সিটি মুসলিম নগর এবি টাওয়ারে সপ্তম তলার একটি রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাদের ধারণা, গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে নিলয়ের চাচা আবদুল বারেক অভিযোগ করেন, নিলয় ব্যবসা করত। তার সঙ্গে মিথিলা নামের এক মেয়ের দীর্ঘদিন সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হলে তার ওপর অভিমান করে নিলয় নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়। জানা গেছে, মুন্সিগঞ্জ সদরের মহেশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে নিলয়। ডেমরা আমান সিটি মুসলিম নগর এবি টাওয়ারের সাত তালায় পরিবারের সঙ্গে থাকতেন।