বাংলাদেশ মানবাধিকার ফোরামের কার্যক্রম গতিশীল করতে অ্যাডভোকেট কাজী ফারুক আহম্মেদকে চেয়ারম্যান ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাফিকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংগঠনটির জনসন রোডের কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আফতাব হোসেন, নুর ইসলাম, আবদুল হাফিজ খান, জুবাইদা পারভনী; যুগ্ম মহাসচিব খায়রুল বাসার, আবু হাসান (বাচ্চু), সোহেল, মতিন, সাদিয়া আফরিন; আইন সম্পাদক আশরাফুল, তথ্য সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মৃণাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ওয়াহিদা, সাংগঠনিক সম্পাদক আহমেদ জাহাঙ্গীর কবির, কোষাধ্যক্ষ আওলাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা, সমাজকল্যাণ সম্পাদক আলতাব হোসেন, সাহিত্য সম্পাদক প্রভাসক রেনু আহমেদ, প্রচার সম্পাদক ইসমাত মোল্লা ও আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম (নাজ)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রদীব কুমার, রোকেয়া, আফজাল, আজমেরী, সাবিনা আক্তার, জাহিদুল, সাকিনা ও আবুল হাসনাত।