শিল্পিত সৃজনে কহিবো কথা, গাহিবো ঐক্যের গান স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সর্বস্তরের শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্প। গতকাল সকালে চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্যের ডাক আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন হয় এ দিনব্যাপী শিল্প উৎসবের।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চারুকলা বিদ্যাপীঠ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি চট্টগ্রামবাসীর আত্মপরিচয় ও চেতনাবোধের উৎস। এই প্রতিষ্ঠানকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে না পারলে শিল্প-পরিচয় ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা বলেন, চট্টগ্রাম চারুকলা সুরক্ষার আন্দোলন শুধু শিল্পীদের নয়, এটি সমগ্র নগরবাসীর সাংস্কৃতিক উত্তরাধিকার ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম।
সম্মিলনে অংশগ্রহণকারীরা চট্টগ্রামে পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত চারুকলা ও ললিতকলা বিষয়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। সেই সঙ্গে তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যে ঐতিহ্যবাহী চারুকলা প্রাঙ্গণকে ক্লাব বা বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহার মেনে নেওয়া হবে না।