রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার রাত পৌনে ৯টায় তাঁকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইউরেকা পেট্রোলপাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তিনি পাম্পটিতে ২০ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন।
রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফিলিং স্টেশনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবাহিনীর দুটি ইউনিটও এতে অংশ নেয়।