বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীরা এক হয়ে বিজয়লাভের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এনেছেন। আগামীতে তারাই দেশকে নেতৃত্ব দেবেন। গতকাল বরিশাল নগরীর বেলস পার্কে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। শিক্ষার্থীদের চাহিদা কী তা বোঝার চেষ্টা করতে হবে শিক্ষককে। শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা আপনাদের পর্যবেক্ষণ করেন, তারা বুঝতে পারেন আপনি প্রস্তুতি নিয়ে ক্লাসে এসেছেন কি না।
সমাবর্তনে উপস্থিত ছিলেন ইউজিভির উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ফরিদ আহমেদ ও ৬টি বিভাগের ৯টি ব্যাচের প্রায় ২ হাজার শিক্ষার্থী।