দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ের পদ্ধতি হিসেবে ‘কেন্দ্রীয় বা সমন্বিত পরীক্ষা’র সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। তবে এ ধরনের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে ‘হ্যাঁ বা না বোধক’ কোনো মতই দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার পর। একই সঙ্গে সান্ধ্যকোর্সের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশেষ একাডেমিক কাউন্সিল এবং ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাবির একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘২৪ তারিখ একাডেমিক কাউন্সিলের সভা হবে। এতে বিষয় দুটি নিয়ে আলোচনা হবে। আর ২৫ তারিখ সিন্ডিকেট সভায় এসব বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির বৈঠকের পর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সে সময় এ পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে বুয়েট ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এ ধরনের পরীক্ষায় না যাওয়ার বিষয়ে মত দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে অনাগ্রহ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে সাবেক ও বর্তমান শিক্ষকদের একটি ফোরাম ও ডাকসু ‘না-বোধক’ মত দিয়েছে।
শিরোনাম
- জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
- ভ্রমণ নিষেধাজ্ঞায় ‘নিস্তেজ’ পর্যটন
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
সমন্বিত পরীক্ষায় ঢাবি কি যাচ্ছে
নাসিমুল হুদা, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর