দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ের পদ্ধতি হিসেবে ‘কেন্দ্রীয় বা সমন্বিত পরীক্ষা’র সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। তবে এ ধরনের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে ‘হ্যাঁ বা না বোধক’ কোনো মতই দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার পর। একই সঙ্গে সান্ধ্যকোর্সের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশেষ একাডেমিক কাউন্সিল এবং ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাবির একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘২৪ তারিখ একাডেমিক কাউন্সিলের সভা হবে। এতে বিষয় দুটি নিয়ে আলোচনা হবে। আর ২৫ তারিখ সিন্ডিকেট সভায় এসব বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির বৈঠকের পর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সে সময় এ পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে বুয়েট ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এ ধরনের পরীক্ষায় না যাওয়ার বিষয়ে মত দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে অনাগ্রহ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে সাবেক ও বর্তমান শিক্ষকদের একটি ফোরাম ও ডাকসু ‘না-বোধক’ মত দিয়েছে।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’