শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের হাউস অব রিপ্রেজেন্টিটিভের ভাইস চেয়ারম্যান পিম ভ্যান স্ট্রিয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন সত্যিই প্রশংসার দাবিদার। ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগও প্রশংসনীয়। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতার কথা স্মরণ করেন। সংসদ ভবনে গতকাল ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সঙ্গে নেদারল্যান্ডসের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় নেদারল্যান্ডসের হাউস অব রিপ্রেজেন্টিটিভের সদস্য রেমন্ড ডি রুন, মুস্তাফা অ্যামাউচ, অ্যালেক্সান্ডার হ্যামেলবার্গ ও স্টিয়েনেক ডি গ্রাফের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইভা মেইজার্স, অ্যান ভ্যান লিউয়েন, কর স্টাউটেনসহ বাংলাদেশের হাবিবে মিল্লাত এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, অপরাজিতা হক এমপি ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈদেশিক বাণিজ?্য এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক হাউস অব রিপ্রেজেন্টিটিভের ভাইস চেয়ারম?্যান পিম ভ্যান স্ট্রিয়েন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর