সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১৮ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

গণমানুষের মৌলিক অধিকার পূরণ, সবক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়ে ১৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (প্রতীক-মোমবাতি)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, কেন্দ্রীয় নেতা গোলাম মাহমুদ ভূইয়া মানিক, হেলাল উদ্দিন, মুহাম্মদ আবদুল হাকিম, ডা. এস এম সরওয়ার, জাফর ইকবাল নান্টু, শামসুল আলম কাজল, আবুল কালাম আজাদ, কাজী জসিম উদ্দিন নুরী, আবু নাসের মুহাম্মদ মুসা, মোহাম্মদ মাসউদ হোসাইন, মোহাম্মদ আরিফ, খন্দকার মোবারক হোসাইন, ডা. আবুল কাশেম, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ, মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।

ইশতেহারে আরও রয়েছে- দ্রবমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জেলা-উপজেলায় ছিন্নমূলের জন্য আবাসন ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, মুক্তিযোদ্ধা পরিবারের আবাসন নিশ্চিত করা, উন্নত চিকিৎসা নিশ্চিত করা, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও আহরণ, বিকল্প জ্বালানি ব্যবস্থা হিসেবে বায়োগ্যাস, এলপিজি, এলএনজি ইত্যাদির ব্যবহার সুলভকরণসহ জনবসতিপূর্ণ এলাকায় উন্নত বিশ্বের মডেলে বর্জ্য থেকে বিদ্যুৎ, সার ইত্যাদি উৎপাদনে পদক্ষেপ গ্রহণ।

সর্বশেষ খবর