সারা দেশে রেল যোগাযোগ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার চলতি পথে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল চলাচল। আর শুক্রবার থেকে রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে কারফিউ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঢাকায় মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক সময় লাগবে। সূত্র আরও জানায়, দেশে চলমান কারফিউয়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার সুযোগ নেই। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচলও শুরু হবে। জানা গেছে, কোটা সংস্কার দাবিতে দেশে চলমান ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে ক্ষতি করা হয়েছে। বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়েছিল রেল চলাচল। আন্দোলনের কারণে রেলপথের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা হয়নি। এসব ক্ষতি চিহ্নিত করে শিগগিরই মেরামত করবে রেলপথ মন্ত্রণালয়। এদিকে চলমান অরাজক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রোরেল চালু হতে আরও অন্তত এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (টিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এন এম ছিদ্দিক। মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন পরিদর্শন শেষে রবিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা মেট্রোরেলের মিরপুর-১০ ও আগারগাঁও স্টেশনের ব্যাপক ক্ষতি করেছে। স্টেশন দুটির কম্পিউটার, মেশিনপত্র, কার্ড রিডার ও টিকিট কাউন্টারসহ প্রায় সব জিনিসপত্র ধ্বংস করে ফেলেছে। এগুলো প্রায় শতভাগই নষ্ট হয়ে গেছে। এগুলো অর্ডার দিয়ে বিদেশ থেকে এনে প্রতিস্থাপন করে স্টেশন আবার চালু করতে অন্তত এক বছর সময়ের প্রয়োজন হবে। এমনকি বেশি সময়ও লাগতে পারে। এ ছাড়া কাজীপাড়া স্টেশনেও ক্ষতি করা হয়েছে। যারা এ কাজ করেছেন তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশাত্ববোধ নেই বলে তিনি মন্তব্য করেন। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, জননিরাপত্তার কথা বিবেচনায় মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক সপ্তাহ পর মেট্রোরেল চালু হতে পারে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে