সারা দেশে রেল যোগাযোগ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার চলতি পথে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল চলাচল। আর শুক্রবার থেকে রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে কারফিউ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঢাকায় মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক সময় লাগবে। সূত্র আরও জানায়, দেশে চলমান কারফিউয়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার সুযোগ নেই। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচলও শুরু হবে। জানা গেছে, কোটা সংস্কার দাবিতে দেশে চলমান ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে ক্ষতি করা হয়েছে। বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়েছিল রেল চলাচল। আন্দোলনের কারণে রেলপথের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা হয়নি। এসব ক্ষতি চিহ্নিত করে শিগগিরই মেরামত করবে রেলপথ মন্ত্রণালয়। এদিকে চলমান অরাজক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রোরেল চালু হতে আরও অন্তত এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (টিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এন এম ছিদ্দিক। মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন পরিদর্শন শেষে রবিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা মেট্রোরেলের মিরপুর-১০ ও আগারগাঁও স্টেশনের ব্যাপক ক্ষতি করেছে। স্টেশন দুটির কম্পিউটার, মেশিনপত্র, কার্ড রিডার ও টিকিট কাউন্টারসহ প্রায় সব জিনিসপত্র ধ্বংস করে ফেলেছে। এগুলো প্রায় শতভাগই নষ্ট হয়ে গেছে। এগুলো অর্ডার দিয়ে বিদেশ থেকে এনে প্রতিস্থাপন করে স্টেশন আবার চালু করতে অন্তত এক বছর সময়ের প্রয়োজন হবে। এমনকি বেশি সময়ও লাগতে পারে। এ ছাড়া কাজীপাড়া স্টেশনেও ক্ষতি করা হয়েছে। যারা এ কাজ করেছেন তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশাত্ববোধ নেই বলে তিনি মন্তব্য করেন। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, জননিরাপত্তার কথা বিবেচনায় মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক সপ্তাহ পর মেট্রোরেল চালু হতে পারে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর