সারা দেশে রেল যোগাযোগ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার চলতি পথে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল চলাচল। আর শুক্রবার থেকে রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে কারফিউ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঢাকায় মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক সময় লাগবে। সূত্র আরও জানায়, দেশে চলমান কারফিউয়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার সুযোগ নেই। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচলও শুরু হবে। জানা গেছে, কোটা সংস্কার দাবিতে দেশে চলমান ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে ক্ষতি করা হয়েছে। বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়েছিল রেল চলাচল। আন্দোলনের কারণে রেলপথের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা হয়নি। এসব ক্ষতি চিহ্নিত করে শিগগিরই মেরামত করবে রেলপথ মন্ত্রণালয়। এদিকে চলমান অরাজক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রোরেল চালু হতে আরও অন্তত এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (টিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এন এম ছিদ্দিক। মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন পরিদর্শন শেষে রবিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা মেট্রোরেলের মিরপুর-১০ ও আগারগাঁও স্টেশনের ব্যাপক ক্ষতি করেছে। স্টেশন দুটির কম্পিউটার, মেশিনপত্র, কার্ড রিডার ও টিকিট কাউন্টারসহ প্রায় সব জিনিসপত্র ধ্বংস করে ফেলেছে। এগুলো প্রায় শতভাগই নষ্ট হয়ে গেছে। এগুলো অর্ডার দিয়ে বিদেশ থেকে এনে প্রতিস্থাপন করে স্টেশন আবার চালু করতে অন্তত এক বছর সময়ের প্রয়োজন হবে। এমনকি বেশি সময়ও লাগতে পারে। এ ছাড়া কাজীপাড়া স্টেশনেও ক্ষতি করা হয়েছে। যারা এ কাজ করেছেন তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশাত্ববোধ নেই বলে তিনি মন্তব্য করেন। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, জননিরাপত্তার কথা বিবেচনায় মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক সপ্তাহ পর মেট্রোরেল চালু হতে পারে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার