সারা দেশে রেল যোগাযোগ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার চলতি পথে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল চলাচল। আর শুক্রবার থেকে রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে কারফিউ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঢাকায় মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক সময় লাগবে। সূত্র আরও জানায়, দেশে চলমান কারফিউয়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার সুযোগ নেই। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচলও শুরু হবে। জানা গেছে, কোটা সংস্কার দাবিতে দেশে চলমান ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে ক্ষতি করা হয়েছে। বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়েছিল রেল চলাচল। আন্দোলনের কারণে রেলপথের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা হয়নি। এসব ক্ষতি চিহ্নিত করে শিগগিরই মেরামত করবে রেলপথ মন্ত্রণালয়। এদিকে চলমান অরাজক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রোরেল চালু হতে আরও অন্তত এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (টিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এন এম ছিদ্দিক। মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন পরিদর্শন শেষে রবিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা মেট্রোরেলের মিরপুর-১০ ও আগারগাঁও স্টেশনের ব্যাপক ক্ষতি করেছে। স্টেশন দুটির কম্পিউটার, মেশিনপত্র, কার্ড রিডার ও টিকিট কাউন্টারসহ প্রায় সব জিনিসপত্র ধ্বংস করে ফেলেছে। এগুলো প্রায় শতভাগই নষ্ট হয়ে গেছে। এগুলো অর্ডার দিয়ে বিদেশ থেকে এনে প্রতিস্থাপন করে স্টেশন আবার চালু করতে অন্তত এক বছর সময়ের প্রয়োজন হবে। এমনকি বেশি সময়ও লাগতে পারে। এ ছাড়া কাজীপাড়া স্টেশনেও ক্ষতি করা হয়েছে। যারা এ কাজ করেছেন তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশাত্ববোধ নেই বলে তিনি মন্তব্য করেন। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, জননিরাপত্তার কথা বিবেচনায় মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক সপ্তাহ পর মেট্রোরেল চালু হতে পারে।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
মেট্রোরেল চালু হতে সপ্তাহখানেক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর