চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে এক সাবেক সেনা সদস্যসহ দুই নিরাপত্তাকর্মী মারা গেছেন। গতকাল ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২২)। এদের মধ্যে সরওয়ার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা ও রাশেদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে দুই যুবক বিদ্যুৎ কেন্দ্রে চুরি করতে আসে। নিরাপত্তাকর্মী সরওয়ার ও রাশেদ দুই চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে আচমকা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই চোর। পরে গুরুতর আহত অবস্থায় সরওয়ার ও রাশেদকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।