বাংলাদেশ প্রতিদিন-এ গত ২০ অক্টোবর প্রকাশিত ‘ক্ষমতার জাদুতে চুন্নুর হাজার কোটি’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু। প্রতিবাদে তিনি বলেছেন, সংবাদটি ভিত্তিহীন, মনগড়া, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ। সত্য ও বাস্তবতার সঙ্গে এই সংবাদের কোনো মিল নেই। হাজার কোটি টাকার মালিক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই বক্তব্যের সত্যতা প্রমাণে সংবাদে কোনো তথ্য দেওয়া হয়নি। ট্যাক্স ফাইলে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ থাকলে সরকার তা বাজেয়াপ্ত করবে ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। দেশে ও দেশের বাইরে সম্পদ থাকার কথা বলা হলেও এই বক্তব্যের স্বপক্ষে সংবাদে কোনো তথ্য নেই বলে তিনি প্রতিবাদে উল্লেখ করেন। প্রতিবাদে আরও বলেন, জাতীয় সংসদে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন।
প্রতিবেদকের বক্তব্য : হাজার কোটি টাকার মালিক হওয়া ও কানাডায় বাড়ি থাকার বিষয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নয়াকান্দি গ্রামের শামীম আহমেদের সুস্পষ্ট বক্তব্য সংবাদে উল্লেখ আছে। এ ছাড়া করিমগঞ্জ পৌর বিএনপির সিনিয়র নেতা পাভেলের বক্তব্যও সংবাদে উদ্ধৃত করা আছে। প্রতিবেদনে উল্লিখিত দেশে-বিদেশে সম্পদ নিয়ে মুজিবুল হক চুন্নু প্রতিবাদ জানালেও ভোট ডাকাতি করতে গিয়ে তার ভাই শফিকুল ইসলামের নিহত হওয়ার ঘটনাসহ বিগত আওয়ামী লীগ আমলের নির্বাচনে ভোট কারচুপি ও খবরে উল্লিখিত অন্যান্য বিষয় সম্পর্কে তিনি প্রতিবাদ করেননি।