রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবিস্তার ও মা মাছের সুরক্ষার লক্ষ্যে টানা তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রাত ১২টা থেকে জারি করা এ নিষেধাজ্ঞা চলবে ৩১ জুলাই পর্যন্ত। জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন ও বিপণি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম যৌথভাবে এ সিদ্ধান্ত নেন। নিষেধাজ্ঞার সময়ে কাপ্তাই হ্রদে প্রথম ধাপে ছাড়া হবে প্রায় ৬০ টন পোনা মাছ। নিষেধাজ্ঞা চলাকালীন ভিজিএফ কার্ডধারী প্রায় ২৬ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএফডিসি সূত্র জানায়, কাপ্তাই হ্রদ মিঠাপানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত। এখানকার মাছ সারা দেশে রপ্তানি করা হয়। যার সুফল ভোগ করে এ অঞ্চলের ২৬ হাজার মৎস্যজীবী পরিবার। নিষেধাজ্ঞার সময়ে হ্রদে অবমুক্ত করা পোনা মাছ বড় হতে সময় লাগে প্রায় তিন মাস।
মো. ফয়েজ আল করিম বলেন, নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মাছ ধরা প্রতিহত ও পোনা মাছের রক্ষণাবেক্ষণে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ৩০ এপ্রিল রাত ১২টা থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও আহরিত কাঁচা মাছ ফিশারি ঘাটে অবতরণ করা যাবে ১ মে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া শুঁটকিজাতীয় মাছ অবতরণ করা যাবে ৩ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত।