নাসিরনগরে পুলিশি হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের এক এসআই আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল দুপুরে উপজেলার চাতলপাড় পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে চাতলপাড় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকে চাতলপাড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়া ও তার সঙ্গীরা পুলিশের গতিরোধ করে মশিউরকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির মুখোমুখি হতে হয়। তখন এসআই রফিকুল ইসলাম আহত হন।
ঘটনাস্থল থেকে জয়নাল ভূঁইয়াকে আটক করে থানায় নেওয়া হয়।
এসআই রফিকুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়াকে জিজ্ঞাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কাউকে ছিনিয়ে নেওয়া বা ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, মশিউর রহমান ও জয়নাল ভূঁইয়া সৎভাই। বাবার সম্পত্তি নিয়ে বিরোধে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে বলে শুনেছি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, পুলিশি হেফাজত থেকে আওয়ামী লীগ েেতাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদল নেতা জয়নালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।