বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কার্যক্রমকে গতিশীল করে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাত আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ও আবুধাবী কমিটি গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি গতকাল শনিবার আবুধাবীতে এক মতবিনিময় সভার আয়োজন করে। আগামী ৭ দিনের মধ্যে আবুধাবী সাইবার ইউজার দলের কমিটি গঠনের জন্য ইমাম হোসেন ইমনকে প্রধান সমন্বয়ক করে সভায় ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এসময় সালেহ গফুর ময়ুরকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটিও গঠন করা হয়। এই সার্চ কমিটি নির্ধারণ করবে আগামীতে কারা আবুধাবী কমিটির নেতৃত্ব দেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সাইবার ইউজার দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আবদুল আলীম সাইফুল, আবুধাবী বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ গফুর ময়ুর, আবুধাবী বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ইমন, আবুধাবী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন হৃদয়, বাহিয়া বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বানিয়াস বিএনপির সহ সভাপতি সাজ্জাদুর রহমান টিটু, ইউএই সাইবার ইউজার দলের নেতা সাগর মোল্লা, আবুধাবী সাইবার ইউজার দলের সদস্য নজরুল ইসলাম, ওহিদ হাওলাদার জীবন, এনামুল হক মোল্লা, মো. আলী পাশা, সাগর হোসেন, ইউসুফ, স্বপন, জয়নাল, জামাল, মিলন, হামিস্টার, সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ ই জুলাই ইউএই সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। পরে সবাই সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৫/ রশিদা