বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল ফাস্ট বিজনেস ইন এর হল রুমে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জোসেবুল আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, শ্রমিক দল সভাপতি জোবায়েত হোসেন লিমন, সাধারণ সম্পাদক রাজু ঈমান আলী হানিফ, কেপং বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, জালান পুত্রা বিএনপি সহ-সভাপতি বাবুল হোসেন, সুবাং বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তার আহমেদ ও পুচং তামান মাস বিএনপি সাধারণ সম্পাদক মোবারক কারী।
মালয়েশিয়া বিএনপি দপ্তর সম্পাদক সোহেল রানা মিল্কির পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা, মো. মিন্টু সরকার, প্রচার সম্পাদক মো. আরিফ, সহ-প্রচার সম্পাদক ছোটন ভুঁইয়া, বিএনপি নেতা ইসমাইল খান, মিজানুর রহমান, মো. জসিম, মো. রিয়াজ, মিনারুলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম