বিশ্ব ইকোনোমিক ফোরামের বার্ষিক সভায় যোগদান উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোসে সফররত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইতালী আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
গত ১৮ই জানুয়ারী দাভোসের সিলবেট্রা পার্ক হোটেলে ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে এ সময় সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, প্রচার সম্পাদক মান্নান মাদবার, যুবলীগ ইতালী শাখার সভাপতি উজ্জল মৃধা, মিলান আওয়ামী লীগের নারী সম্পাদক আসমা জাকির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮