‘কানাডা কেন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায়’ শীর্ষক লাইভ অনুষ্ঠান আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দেশটির স্থানীয় সময় রাত ৯টায় ‘শওগাত আলী সাগর লাইভ’ এর ফেসবুক পেজ ও ইউটিউবে আলোচনাটি সরাসরি সম্প্রসারিত হবে।
জানা যায়, কানাডা সরকার ইতোমধ্যেই কোনো অনলাইন প্লাটফরমে ‘অবৈধ’ কিছু পোস্ট করলে পুলিশ সরাসরি তাদের আইনের আওতায় আনতে পারবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম তাদের পরিচিতি পুলিশকে দিতে বাধ্য থাকবে- এমন একটি একটি আইন প্রায় চূড়ান্ত করে ফলেছে।
কানাডার মতো দেশকে কেন এমন একটি আইনের কথা ভাবতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া কি আসলেই মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘শওগাত আলী সাগর লাইভ’ এর এবারের আলোচনা- কানাডা কেন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায়? আগামী ৩ ফেব্রুয়ারি, বুধবার টরন্টো সময় রাত ৯ টায় Shaugat Ali Sagor Live FaceBook Page এবং ইউটিউবে আলোচনাটি সরাসরি সম্প্রসারিত হবে।
কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেবেন গণমাধ্যম বিশ্লেষক এবং সাংবাদিক সৈকত রুশদী, সংবাদ পাঠক আসমা আহমেদ এবং ব্যারিষ্টার ওবায়দুল হক।
বিডি প্রতিদিন/আবু জাফর