ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ, কাজের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার নিশ্চয়তার দাবিতে পিডিআই কানাডার উদ্যোগে টরন্টোতে মহান মে দিবস পালিত হয়েছে। টরন্টোর ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা মহান মে দিবস পালন করে।
আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। পিডিআই কানাডার সহসাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রথম পর্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ রঞ্জন দে, মাহবুব আলম, সারাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সাল পার্লামেন্টের এমপি, NDP নেত্রী ডলি বেগম, কমিউনিস্ট পার্টি কানাডার কমরেড ড্রিউ গারভি। উপস্থিত ছিলেন আফগানিস্থান, ইরান, চিলি এবং সুদানের কানাডায় অবস্থানরত বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিকশ্রেণী এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে। উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মান ইত্যাদিসহ নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনো শ্রমিক শ্রেণি লড়াই করে যাচ্ছে।
আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন আহমেদ হোসেন, ফারজানা বেবী,রওশান জাহান উর্মী। দলীয় আবৃত্তি পরিবেশেন করেন আবৃত্তি সংগঠন বাচনিক, সুমন মালিক এবং মার্জিয়া আফরোজ, নৃত্য পরিবেশনা করেন অরুনা হায়দারের নেতৃত্বে নাচের দল সুকন্যা এবং তাপস দেবের নেতৃত্বে তাপস ড্যান্স একাডেমী। একক সংগীত পরিবেশন করেন, আসিফ চৌধুরী, এম আতিক ইসলাম, সাদমান সাকিব স্বপ্নীল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের শিল্পীবৃন্দ সবশেষে দলীয় গণসংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এএম