কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত বেলুন রোবট আকাশে পাঠানো হচ্ছে। পৃথিবীর জলবায়ুর নানা তথ্য ও বিভিন্ন বড় ধরনের ঝুঁকির খোঁজ করবে এই রোবট।
বিভিন্ন ঘূর্ণিঝড়ের তথ্য এসব এআই-চালিত বেলুন রোবট দিয়ে আরও কার্যকরভাবে সংগ্রহ করতে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিয়ার স্পেস ল্যাবস জানিয়েছে, অনেক বিমা কোম্পানি এখনো জলবায়ু ঝুঁকি মূল্যায়ন করতে বেলুনের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণের ওপর নির্ভর করে।
নিউইয়র্কভিত্তিক নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) নিয়ার স্পেস ল্যাবস যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকার উচ্চমাত্রার ছবি সংগ্রহ করতে এসব বেলুন রোবট পাঠিয়েছে। উন্নত রোবোটিক ক্যামেরাযুক্ত এসব বেলুনের একটি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বিভিন্ন বেলুন সুইফটস নামের এআই–চালিত রোবটের সঙ্গে সংযুক্ত।
বাণিজ্যিক বিমানের চেয়ে দ্বিগুণ উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে অবস্থান করছে এসব রোবটচালিত বেলুন। সুইফট রোবট একবারে এক হাজার বর্গকিলোমিটার এলাকার ছবি তুলতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল