বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বরিশালবাসীর আফসোস

রাহাত খান, বরিশাল

বিপিএল’র উত্তেজনাপূর্ণ ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেলেও বরিশাল বুলসের খেলা নিয়ে গর্বিত এখানকার ক্রিকেটপ্রেমীরা। তবে ফাইনাল ম্যাচে বরিশাল বুলসের ফিল্ডিং নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে তাদের। ক্রিকেটপ্রেমীদের মতে, শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে উঠেছিল বরিশাল বুলসের খেলোয়াড়রা। ফাইনাল ফাইনালের মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। খেলা দেখে ক্রিকেটভক্তরা আনন্দও পেয়েছে। তবে শেষ ওভারে কুমিল্লা নিশ্চিত বিজয় মুকুট ছিনিয়ে নেওয়ায় আফসোসের শেষ নেই বরিশালবাসীর। ফাইনাল খেলা শুরুর পর থেকেই বরিশাল নগরীর প্রধান সড়ক ফাঁকা হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ করে সবাই খেলায় মশগুল হয়ে যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। আগামীতে তারা বাংলাদেশে জাতীয় দলে খেলবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম কুড়িয়ে আনবে বলে প্রত্যাশা তাদের। এদিকে বরিশালে আয়তনের দিক থেকে দেশের সব চেয়ে বড় মনোরম পরিবেশের স্টেডিয়াম এবং সব  ধরনের সুযোগ-সুবিধা থাকার পরও বিপিএল’র কোন ম্যাচ বরিশালে আয়োজন না করায় ক্ষুব্ধ বরিশালের ক্রিকেটপাগল দর্শকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর