বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ত্রিদেশীয় সিরিজে নাঈম ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজে নাঈম ইয়াসির

বিশ্বকাপ স্কোয়াডে এবারই প্রথম সুযোগ পেয়েছেন ৬ ক্রিকেটার। নতুন মুখদের ভিড়ে সবচেয়ে বড় চমকের নাম আবু জায়েদ রাহী। গতকাল চমকে দেওয়া বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্যও দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন জাতির টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী ও নাঈম হাসান। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে আয়ারল্যান্ড, ১৩ মে আবার ওয়েস্ট ইন্ডিজ এবং ১৫ মে আয়ারল্যান্ড। ১৭ সদস্যের স্কোয়াডের এই দুজন ছাড়া বাকি ১৫জন বিশ্বকাপ স্কোয়াডের সদস্য।

নাঈম হাসান ও ইয়াসির আলীর সামনে রয়েছে দারুন এক সুযোগ। তারা যদি আয়ারল্যান্ডে ভালো করতে পারেন তাহলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যেতে পারেন।

ত্রিদেশীয় সিরিজের দলে নাঈম ও ইয়াসির সুযোগ পাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে গেছে। খারাপ করলেই স্বপ্ন বিশ্বকাপে খেলা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে। এখন দেখার বিষয়, নাঈম-ইয়াসির সুযোগ কাজে লাগাতে পারে কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর