শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেইমারকে ফেরানোর ব্যাপারে ততটা আগ্রহ ছিল না বার্সেলোনার!

ক্রীড়া ডেস্ক

নেইমারকে ফেরানোর ব্যাপারে ততটা আগ্রহ ছিল না বার্সেলোনার!

বার্সেলোনায় চার বছর খেলেছেন নেইমার। এরপর ২০১৭ সালে ব্রাজিলিয়ান তারকা রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে (২২০ মিলিয়ন ইউরো) যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। নতুন মৌসুমে ফরাসি ক্লাব ছেড়ে নেইমার ফিরতে চেয়েছিলেন বার্সেলোনায়। স্প্যানিশ ক্লাবটিও চেয়েছিল তাদের পুরনো খেলোয়াড় নেইমারকে ফেরাতে। লিওনেল মেসিসহ সিনিয়র ফুটবলাররাও চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে। কিন্তু পিএসজির সঙ্গে বনিবনা না হওয়া ফেরা হয়নি তার। ব্রাজিলিয়ান তারকাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় হতাশ নন মেসি। তবে বার্সার চেষ্টায় কমতি দেখেছেন দলটির আর্জেন্টাইন অধিনায়ক। নেইমারের বিষয়ে স্প্যানিশ সংবাদপত্র স্পোর্তকে মেসি বলেন, ‘নেইমার ফিরলে ভালো হতো। সত্যি বলতে আমি জানি না তাকে ফেরাতে বার্সা সম্ভাব্য সবরকমের চেষ্টা করেছে কি না। এটা ঠিক নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার দলভুক্তিতে আমাদের স্কোয়াড আরও শক্তিশালী হতো। তবে আমাদের বর্তমান দলটিও যথেষ্ট শক্তিশালী।’ নেইমারকে বার্সেলোনায় ফেরাতে সবসময়ই চেয়েছেন মেসি।

নেইমারের ফেরার বিষয়টি থেমে যায় পিএসজির গোয়ার্তুমিতে। স্প্যানিশ ক্লাবটি ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে ১৩০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ক্রোট ফুটবলার ইব্রাহিম রাকিতিচ ও জ্যা ক্লোইর তোদিবেকোকে স্থায়ীভাবে দিতে চেয়েছিলেন। একই সঙ্গে ধারে দিতে চেয়েছিল ওসমান ডেম্বেলকেও। কিন্তু পিএসজি ১৫০ মিলিয়ন ইউরোর নিচে নামতে রাজি হয়নি। এ অবস্থার সমাধানে নেইমার নিজে ২০ মিলিয়ন ইউরো দিতেও রাজি হয়েছিলেন। পিএসজি শেষ পর্যন্ত রাজি হয়নি। কাতালানদের জার্সি গায়ে চড়িয়ে ২০১৩-২০১৭ সালে ১৮৬ ম্যাচে ১০৫ গোল করেছেন নেইমার। গত দুই বছরে পিএসজির হয়ে ৫১ গোল করেছেন ৫৮ ম্যাচে।

সর্বশেষ খবর