বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এএফসির সিদ্ধান্তের অপেক্ষায় আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

এমন সমস্যায় কখনো পড়েনি বাংলাদেশের কোনো ক্লাব।  দেশের বাইরে ম্যাচ, অথচ কীভাবে যাবে তা নিয়েই অনিশ্চয়তা। ১৪ এপ্রিল ঢাকাতেই এএফসি কাপের প্লে অফ ম্যাচে ঢাকা আবাহনী লড়ত মালদ্বীপ ঈগলসের বিপক্ষে। কিন্তু বাংলাদেশে লকডাউন থাকায় ভেন্যু পরিবর্তন হয়েছে। আবাহনী নিরপেক্ষ ভেন্যু হিসেবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামকে বেছে নেয়। ২১ এপ্রিলই সে ম্যাচ হওয়ার কথা। কিন্তু আবাহনী নেপালে যাবে কীভাবে? লকডাউনে সব আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ। সোমবার বিষয়টি আবাহনী এএফসির কাছে জানিয়েছে। দলের ঊর্ধ্বতন কর্মকর্তা সত্যজিত দাস রূপু জানান, বিষয়টি নিয়ে আসলেও আমরা দুশ্চিন্তায় রয়েছি। এএফসি কিছু জানাচ্ছে না। হয়তো তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বাফুফেও যোগাযোগ করছে এএফসির সঙ্গে। ঈগলসের কোনো সমস্যা নেই। তারা ঠিক সময়ে কাঠমান্ডুতে উড়ে আসতে পারবে। যতই অনিশ্চয়তা থাকুক আবাহনী না যেতে পারলে ঈগলস ওয়াক ওভার পাবে না। কেননা বিষয়টি করোনাভাইরাসের। ২১ এপ্রিল না হলে এফসি আবার নতুন সূচি ঘোষণা করবে।

করোনা পরিস্থিতে পুরো বিশ্বই যখন অচল, আবাহনী প্রস্তুত হয়ে আছে ম্যাচের জন্য। কিন্তু এই জটিলতা কাটবে কীভাবে সেটাই চিন্তা।

সর্বশেষ খবর