বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বার্সায় পরিবর্তন আনছেন জাভি

ক্রীড়া ডেস্ক

জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন। বদলে ফেললেন দুই ফিজিও। বার্সেলোনার ফুটবলারদের অনেকেই ইনজুরিতে ভুগছেন। এর দায় এসে পড়ছে ফিজিওদের উপর। জাভি হার্নান্দেজ ফিজিও জুয়ানজো ব্রাউ ও ট্রেনার আলবার্ট রোকাকে বাদ দিয়ে পুরনো দুজনকে দলে নিচ্ছেন। পুরনো জুমি মুনিল ও রিকার্ড প্রুনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন জাভি। এর মধ্যে প্রুনা ২৫ বছর বার্সেলোনায় কাজ করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি দায়িত্ব ছেড়ে দেন। সোমবার ন্যু ক্যাম্পে কোচ হিসেবে হাজির হয়েছেন জাভি। সেদিন তিনি বলেন, ‘বার্সেলোনা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে কঠোর পরিশ্রম করব। বার্সেলোনা ড্র বা পরাজয় মেনে নিতে পারে না। আমাদের সব ম্যাচেই জিততে হবে।’ ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে কাতারি ক্লাব আল সাদে যোগ দেন জাভি। এরপর এই ক্লাবেরই কোচ হিসেবে দায়িত্ব নেন ২০১৯ সালে। সংক্ষিপ্ত কোচিং ক্যারিয়ারে এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফুটবলার। তার অধীনে গত ৩৬ ম্যাচ অপরাজিত আছে কাতারের ক্লাব আল সাদ। জাভি হার্নান্দেজ ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। জয় করেছেন ২৫টি ট্রফি। ফুটবলার হিসেবে তিনি ছিলেন সফল। গার্ডিওলা বার্সেলোনার দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছিলেন। জাভি তেমন কিছু করতে পারবেন!

সর্বশেষ খবর