শিরোনাম
রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাবরের মনে বিরানব্বই

ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

বাবরের মনে বিরানব্বই

অনুশীলনে বাবর বাহিনী ছিল বেশ খোশমেজাজে। মিডিয়ার মুখোমুখিতে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন নার্ভাস হওয়ার চেয়ে উত্তেজিত বেশি, ‘ফাইনাল খেলার চাপে আমি নার্ভাস হওয়ার চেয়েও বেশি উত্তেজিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নিজেদের পারফরম্যান্সের উপর আত্মবিশ্বাসী।’

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যান বাবররা। নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে ফিরেন। জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে যাওয়ার পর খাদের কিনারায় চলে আসে পাকিস্তান। সেখান থেকে পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মেলবোর্নে নামবে। ৩০ বছর আগের পুনরাবৃত্তির বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক, ‘আমরা শুরুটা ভালো করিনি। কিন্তু সময়ের পথে আমরা একটা মোমেন্টাম পেয়ে গেছি। ম্যাচগুলোতে পাকিস্তান দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স করেছে। সত্যি বলতে আমরা কঠোর পরিশ্রম করেছি। ফাইনালে উঠে সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে আমরা শিরোপা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।’

গত আসরের দুর্দান্ত খেলা পাকিস্তান ছিটকে পড়েছিল সেমিফাইনাল থেকে। এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠে এসেছে। প্রতিপক্ষ ইংল্যান্ডও একই ধারায় উঠেছে। ফাইনাল হবে জমজমাট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আজকের ফাইনালে বাবর বাহিনীর মূল শক্তি শাহিন আফ্রিদি, মোহম্মদ ওয়াসিম, নাসিম শাহদের নিয়ে পেস বিভাগ। পেস বিভাগ দিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত বাবর। বাবরের প্রেরণা ১৯৯২ এর ওয়ানডে বিশ্বকাপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর