বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

কোথায় যাচ্ছেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

কোথায় যাচ্ছেন লিওনেল মেসি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পথে। কিছুদিন পরই শুরু হবে দলবদল। জুনের মাঝামাঝি শুরু হয়ে বিভিন্ন দেশে দলবদল চলবে আগস্ট পর্যন্ত। কে কোথায় যাবেন? সবচেয়ে বেশি আলোচনায় আছে লিওনেল মেসির নাম। কোথায় যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক? পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে জুন শেষ হলেই। এরপর কী? মেসি বার্সেলোনায় যাবেন, নাকি সৌদি আরবের আল হিলালে? নাকি আমেরিকার ইন্টার মিয়ামিতে?

আর্জেন্টিনার সাংবাদিক মার্সেলো বেকলার দাবি করেছেন, মেসির বার্সেলোনায় যাওয়া সম্ভব নয়। এই সাংবাদিকই বার্সেলোনার ঘরের খবর সবার আগে প্রকাশ করেন। নেইমারের পিএসজিতে যাওয়ার খবর তিনিই প্রকাশ করেছিলেন সবার আগে। মার্সেলোর দাবির পেছনে বেশ যুক্তিও আছে। লা লিগার সঙ্গে বার্সেলোনার বেশ বোঝাপড়া আছে। ঋণে জর্জরিত বার্সেলোনার পক্ষে নতুন কাউকে চুক্তিবদ্ধ করা কঠিন হবে। আগে তাদের নিজেদের ফুটবলার ছাড়তে হবে। ফান্ড সংগ্রহ করতে হবে। এরপর নতুন কাউকে দলে নিতে পারবে বার্সেলোনা। এটা বেশ লম্বা সময়ের ব্যাপার। কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। লিওনেল মেসি কি সে পর্যন্ত অপেক্ষা করবেন? ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মেসির। দলবদলের সময় শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির জন্য। কিন্তু তা হয়নি। এবার কি আর অপেক্ষা করবেন মেসি? বিশেষ করে যেখানে আল হিলালের লোভনীয় প্রস্তাব রয়েছে।

 

 

সর্বশেষ খবর