বিপিএলের ফাইনাল আজ। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী দল দুটিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফাইনালের পরের দিন ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার। কিন্তু ‘দ্বীপরাষ্ট্র’ নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পা রেখেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে ১০ বছর পর। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিল দেশটি। সেবার দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় দলটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা দল গতকাল দুপুরে ঢাকায় পা রেখে সন্ধ্যায় সিলেটে পা রেখেছে। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। দুটি কুঁড়ি, একটি পাতার সিলেটে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ৪ মার্চ। পরের দুটিও অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মার্চ। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রাম। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি খেলবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। দুই দলের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। সিরিজকে সামনে রেখে বিপিএলের ফাইনাল খেলা ক্রিকেটারদের বাইরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সফরে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিষেধাজ্ঞার জন্য বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই সিরিজেই হাতুরাসিংহের কোচিং স্টাফের সদস্য হয়ে কাজ করবেন ব্যাটিং হেম্প ও বোলিং কোচ আন্দ্রে এডামস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট খেলবেন না তাসকিন আহমেদ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর