বিপিএলের ফাইনাল আজ। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী দল দুটিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফাইনালের পরের দিন ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার। কিন্তু ‘দ্বীপরাষ্ট্র’ নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পা রেখেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে ১০ বছর পর। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিল দেশটি। সেবার দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় দলটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা দল গতকাল দুপুরে ঢাকায় পা রেখে সন্ধ্যায় সিলেটে পা রেখেছে। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। দুটি কুঁড়ি, একটি পাতার সিলেটে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ৪ মার্চ। পরের দুটিও অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মার্চ। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রাম। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি খেলবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। দুই দলের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। সিরিজকে সামনে রেখে বিপিএলের ফাইনাল খেলা ক্রিকেটারদের বাইরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সফরে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিষেধাজ্ঞার জন্য বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই সিরিজেই হাতুরাসিংহের কোচিং স্টাফের সদস্য হয়ে কাজ করবেন ব্যাটিং হেম্প ও বোলিং কোচ আন্দ্রে এডামস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট খেলবেন না তাসকিন আহমেদ।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর