বিপিএলের ফাইনাল আজ। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী দল দুটিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফাইনালের পরের দিন ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার। কিন্তু ‘দ্বীপরাষ্ট্র’ নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পা রেখেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে ১০ বছর পর। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিল দেশটি। সেবার দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় দলটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা দল গতকাল দুপুরে ঢাকায় পা রেখে সন্ধ্যায় সিলেটে পা রেখেছে। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। দুটি কুঁড়ি, একটি পাতার সিলেটে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ৪ মার্চ। পরের দুটিও অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মার্চ। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রাম। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি খেলবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। দুই দলের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। সিরিজকে সামনে রেখে বিপিএলের ফাইনাল খেলা ক্রিকেটারদের বাইরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সফরে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিষেধাজ্ঞার জন্য বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই সিরিজেই হাতুরাসিংহের কোচিং স্টাফের সদস্য হয়ে কাজ করবেন ব্যাটিং হেম্প ও বোলিং কোচ আন্দ্রে এডামস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট খেলবেন না তাসকিন আহমেদ।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর