বিপিএলের ফাইনাল আজ। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী দল দুটিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফাইনালের পরের দিন ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার। কিন্তু ‘দ্বীপরাষ্ট্র’ নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পা রেখেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে ১০ বছর পর। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিল দেশটি। সেবার দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় দলটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা দল গতকাল দুপুরে ঢাকায় পা রেখে সন্ধ্যায় সিলেটে পা রেখেছে। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। দুটি কুঁড়ি, একটি পাতার সিলেটে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ৪ মার্চ। পরের দুটিও অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মার্চ। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রাম। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি খেলবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। দুই দলের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। সিরিজকে সামনে রেখে বিপিএলের ফাইনাল খেলা ক্রিকেটারদের বাইরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সফরে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিষেধাজ্ঞার জন্য বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই সিরিজেই হাতুরাসিংহের কোচিং স্টাফের সদস্য হয়ে কাজ করবেন ব্যাটিং হেম্প ও বোলিং কোচ আন্দ্রে এডামস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট খেলবেন না তাসকিন আহমেদ।
শিরোনাম
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর