বিপিএলের ফাইনাল আজ। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী দল দুটিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফাইনালের পরের দিন ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার। কিন্তু ‘দ্বীপরাষ্ট্র’ নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পা রেখেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে ১০ বছর পর। ২০১৪ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিল দেশটি। সেবার দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় দলটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা দল গতকাল দুপুরে ঢাকায় পা রেখে সন্ধ্যায় সিলেটে পা রেখেছে। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। দুটি কুঁড়ি, একটি পাতার সিলেটে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ৪ মার্চ। পরের দুটিও অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মার্চ। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রাম। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি খেলবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। দুই দলের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। সিরিজকে সামনে রেখে বিপিএলের ফাইনাল খেলা ক্রিকেটারদের বাইরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সফরে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিষেধাজ্ঞার জন্য বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই সিরিজেই হাতুরাসিংহের কোচিং স্টাফের সদস্য হয়ে কাজ করবেন ব্যাটিং হেম্প ও বোলিং কোচ আন্দ্রে এডামস। তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট খেলবেন না তাসকিন আহমেদ।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা