টানা নবমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ চ্যাম্পিয়ন। এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। বিশ্বকাপের এবারের সহআয়োজকও দেশটি। পাপুয়া নিউগিনি (পিএনজি) এবার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই প্রথম দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। গায়ানার প্রোভিডেন্সে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে পিএনজি। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বোউ। ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। উইকেটরক্ষক কিপলিন দরিগা ২৭ রান করেন ১৮ বলে ৩ চারে। অধিনায়ক আসাদ ভালা ২১ রান করেন ২২ বলে। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলঝারি জোশেপ। টার্গেট ১৩৭ রান। ১.৪ ওভারে ১ উইকেটে ৮ রান তুলতেই খেলা বন্ধ হয়ে যায়। ৫ মিনিট বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান ৪২ বলে ৫৩ রান যোগ করেন। পুরান ২৭ রান করেন ২৭ বলে ১ চার ও ২ ছক্কায়। কিং ৩৪ রান করেন ২৯ বলে ৭ চারে। অধিনায়ক রভম্যান পাওয়েল আউট হন ১৫ রানে। ৯৭ রানে ৫ উইকেটের পতনের পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রান দরকার ছিল। রোস্টন চেজ ও রাসেল দুজনে আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় উপহার দেন। ম্যাচসেরা চেজ ৪২ রানে অপরাজিত ছিলেন ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায়। রাসেল অপরাজিত থাকেন ১৫ রানে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
চেজের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের শুভ সূচনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর