টানা নবমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ চ্যাম্পিয়ন। এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। বিশ্বকাপের এবারের সহআয়োজকও দেশটি। পাপুয়া নিউগিনি (পিএনজি) এবার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই প্রথম দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। গায়ানার প্রোভিডেন্সে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে পিএনজি। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বোউ। ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। উইকেটরক্ষক কিপলিন দরিগা ২৭ রান করেন ১৮ বলে ৩ চারে। অধিনায়ক আসাদ ভালা ২১ রান করেন ২২ বলে। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলঝারি জোশেপ। টার্গেট ১৩৭ রান। ১.৪ ওভারে ১ উইকেটে ৮ রান তুলতেই খেলা বন্ধ হয়ে যায়। ৫ মিনিট বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান ৪২ বলে ৫৩ রান যোগ করেন। পুরান ২৭ রান করেন ২৭ বলে ১ চার ও ২ ছক্কায়। কিং ৩৪ রান করেন ২৯ বলে ৭ চারে। অধিনায়ক রভম্যান পাওয়েল আউট হন ১৫ রানে। ৯৭ রানে ৫ উইকেটের পতনের পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রান দরকার ছিল। রোস্টন চেজ ও রাসেল দুজনে আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় উপহার দেন। ম্যাচসেরা চেজ ৪২ রানে অপরাজিত ছিলেন ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায়। রাসেল অপরাজিত থাকেন ১৫ রানে।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
চেজের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের শুভ সূচনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর