টানা নবমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ চ্যাম্পিয়ন। এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। বিশ্বকাপের এবারের সহআয়োজকও দেশটি। পাপুয়া নিউগিনি (পিএনজি) এবার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই প্রথম দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। গায়ানার প্রোভিডেন্সে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে পিএনজি। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বোউ। ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। উইকেটরক্ষক কিপলিন দরিগা ২৭ রান করেন ১৮ বলে ৩ চারে। অধিনায়ক আসাদ ভালা ২১ রান করেন ২২ বলে। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলঝারি জোশেপ। টার্গেট ১৩৭ রান। ১.৪ ওভারে ১ উইকেটে ৮ রান তুলতেই খেলা বন্ধ হয়ে যায়। ৫ মিনিট বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান ৪২ বলে ৫৩ রান যোগ করেন। পুরান ২৭ রান করেন ২৭ বলে ১ চার ও ২ ছক্কায়। কিং ৩৪ রান করেন ২৯ বলে ৭ চারে। অধিনায়ক রভম্যান পাওয়েল আউট হন ১৫ রানে। ৯৭ রানে ৫ উইকেটের পতনের পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রান দরকার ছিল। রোস্টন চেজ ও রাসেল দুজনে আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় উপহার দেন। ম্যাচসেরা চেজ ৪২ রানে অপরাজিত ছিলেন ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায়। রাসেল অপরাজিত থাকেন ১৫ রানে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ