জাতীয় দলের পারফরম্যান্স ধারাবাহিক নয়। ছন্দে নেই ক্রিকেটাররা। জাতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পাইপলাইন শক্তিশালী করার পরিকল্পনায় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ঢেলে সাজাচ্ছে বিসিবি। এইচপি স্কোয়াড ১৩ জুলাই অস্ট্রেলিয়া সফর করবে ১৩ জুলাই। সফরে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও ছয়টি টি-২০ ম্যাচ খেলবে। দলের সঙ্গে যাচ্ছেন তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহামুদুল হাসান জয়রা। চার দিনের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস (এ), ওয়ানডে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ও টি-২০ খেলবে পাকিস্তান শাহিনস ও নর্দান টেরিটরির বিপক্ষে।
চার দিনের ম্যাচের স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে স্কোয়াড : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-২০ স্কোয়াড : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দীকি, রাকিবুল হাসান, আলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।