বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অনুশীলন ক্যাম্প করছে। প্রথমে বসুন্ধরা কিংস অ্যারিনায়। তারপর সৌদি আরবের তায়েফে। এরপর বাংলাদেশ হয়ে শিলংয়ে। সৌদি আরবের তায়েফে প্রায় দুই সপ্তাহ নিজেদের ঝালাই করেছেন জামাল ভূঁইয়ারা। শিলং আর তায়েফের আবহাওয়া প্রায় একই রকম। এমনকি বৃষ্টি নামার দিক দিয়েও। গতকাল শিলংয়ের পোলো গাউন্ডের অ্যাস্ট্রো টার্ফে অনুশীলনের আগে মিডফিল্ডার ইব্রাহিম বললেন, সৌদি আরবের অনুশীলন কাজে লাগবে শিলংয়ে। গতকাল ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি আর শীতে নাজেহাল অবস্থা ছিল। বাংলাদেশ দল এরই মধ্যে অনুশীলন করেছে অ্যাস্ট্রো টার্ফে। বৃষ্টিতে ভিজে শীতের কাঁপুনি সহ্য করে কতটা মানিয়ে নিতে পারছেন ইব্রাহিমরা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের তায়েফে প্রায় একইরকম আবহাওয়ায় অনুশীলন করেছি। তা ছাড়া এখানেও বেশ কয়েকদিন আগে এসেছি মানিয়ে নেওয়ার জন্যই।’ তিনি আশা করেন, ম্যাচের দিন শিলংয়ের বৈরী আবহাওয়া খুব একটা প্রভাব ফেলবে না। দলের ম্যানেজার আমের খান অবশ্য ভিন্ন প্রসঙ্গ তুলে ধরলেন। তার মতে, কেবল আবহাওয়ার এই প্রতিকূলতাই নয়, আরও অনেক কিছুর সঙ্গেই মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে অনুশীলনের ভেন্যু নিয়ে। গত পরশু ভেন্যু পেতে অনেকটা সময়ক্ষেপণ হয়েছে। শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অবশ্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভারত ম্যাচের জন্য প্রস্তুতি সারছেন জামাল-হামজারা।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
সৌদির অনুশীলন কাজে লাগবে শিলংয়ে
ক্রীড়া প্রতিবেদক, শিলং থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর