বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অনুশীলন ক্যাম্প করছে। প্রথমে বসুন্ধরা কিংস অ্যারিনায়। তারপর সৌদি আরবের তায়েফে। এরপর বাংলাদেশ হয়ে শিলংয়ে। সৌদি আরবের তায়েফে প্রায় দুই সপ্তাহ নিজেদের ঝালাই করেছেন জামাল ভূঁইয়ারা। শিলং আর তায়েফের আবহাওয়া প্রায় একই রকম। এমনকি বৃষ্টি নামার দিক দিয়েও। গতকাল শিলংয়ের পোলো গাউন্ডের অ্যাস্ট্রো টার্ফে অনুশীলনের আগে মিডফিল্ডার ইব্রাহিম বললেন, সৌদি আরবের অনুশীলন কাজে লাগবে শিলংয়ে। গতকাল ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি আর শীতে নাজেহাল অবস্থা ছিল। বাংলাদেশ দল এরই মধ্যে অনুশীলন করেছে অ্যাস্ট্রো টার্ফে। বৃষ্টিতে ভিজে শীতের কাঁপুনি সহ্য করে কতটা মানিয়ে নিতে পারছেন ইব্রাহিমরা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের তায়েফে প্রায় একইরকম আবহাওয়ায় অনুশীলন করেছি। তা ছাড়া এখানেও বেশ কয়েকদিন আগে এসেছি মানিয়ে নেওয়ার জন্যই।’ তিনি আশা করেন, ম্যাচের দিন শিলংয়ের বৈরী আবহাওয়া খুব একটা প্রভাব ফেলবে না। দলের ম্যানেজার আমের খান অবশ্য ভিন্ন প্রসঙ্গ তুলে ধরলেন। তার মতে, কেবল আবহাওয়ার এই প্রতিকূলতাই নয়, আরও অনেক কিছুর সঙ্গেই মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে অনুশীলনের ভেন্যু নিয়ে। গত পরশু ভেন্যু পেতে অনেকটা সময়ক্ষেপণ হয়েছে। শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অবশ্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভারত ম্যাচের জন্য প্রস্তুতি সারছেন জামাল-হামজারা।
শিরোনাম
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
সৌদির অনুশীলন কাজে লাগবে শিলংয়ে
ক্রীড়া প্রতিবেদক, শিলং থেকে
প্রিন্ট ভার্সন