চট্টগ্রামে দাপুটে ক্রিকেট খেলে তিন দিনেই টেস্ট জিতেছে নাজমুল বাহিনী। ক্রিকেটাররা এখন প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে। চলতি মাসে মরুরাজ্যে খেলবে দুটি ও পাকিস্তানে পাঁচটি টি-২০। দুটি সিরিজ শেষে টাইগাররা জুলাইয়ে যাবে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে টাইগাররা খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০। ঘরের মাটিতে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে সিরিজ ড্র করলেও সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক। নাজমুল শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ে সিরিজের ভুলগুলো করতে চান না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই শ্রীলঙ্কা সিরিজে উন্নতি চান নাজমুল। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফর আছে সামনে, খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। আমি চাইব টপ অর্ডারে যেন আরও বড় রান হয়। কেউ যেন ৪০ রান, কিংবা ১০০ রান করেও আউট না হয়ে যায়। দুই টেস্টে যেন লম্বা ইনিংস আসে। লম্বা মানে অনেক লম্বা। শ্রীলঙ্কায় সম্ভব। সেখানে ভালো উইকেট থাকে। কিংবা যে কন্ডিশনই থাকুক, টপ অর্ডার যেন ভালো করে।’ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ওই সফরে শুধু ব্যাটারদের কাছে নয়, পেসারদের কাছেও ভালো কিছুর প্রত্যাশা নাজমুলের, ‘আমাদের পেস বোলাররা যেন ভালোভাবে চালিয়ে যেতে পারে।’ ইদানীংকালে বাংলাদেশের পেস বোলাররা ভালো করছেন। বোলিং বিভাগ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং ছন্দোময় পাফরম্যান্স করছে। টিম ম্যানেজমেন্ট চাইছে পাঁচজন বোলার নিয়ে খেলতে। স্পেশালিস্ট ব্যাটার, অলরাউন্ডার ও স্পেশালিস্ট বোলার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।