নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন শন টেইটের সঙ্গে। বিসিবি গতকাল আনুষ্ঠানিকভাবে টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে টেইটের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান কোচের সঙ্গে বিসিবির মেয়াদকাল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। আগের বোলিং কোচ অ্যাডামসের সঙ্গে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। ক্রিকেট বিশ্বের অন্যতম দ্রুতগতির ফাস্ট বোলার টেইট চলতি মাসেই যোগ দেবেন ফিল সিমন্সের কোচিং স্টাফে। দায়িত্ব প্রাপ্তির পর উচ্ছ্বসিত নতুন বোলিং কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন। খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ।’ সিমন্সের মেয়াদকালও ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। ৪২ বছর বয়সি টেইট বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগং কিংসের পক্ষে খেলেছিলেন তিনি। বিপিএলের গত আসরে কোচ ছিলেন ফাইনাল খেলা চট্টগ্রামের। বোলিং কোচ হিসেবে টেইটের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশ্য অ্যালান ডোনাল্ড ও চামিন্দা ভাসের নামও ছিল। শেষ পর্যন্ত বিসিবি আস্থা রাখে টেইটের ওপর। টাইগার পারফরম্যান্সের গ্রাফ যেন ভালো হয়, সেদিকে নজর রাখবেন নতুন বোলিং কোচ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোনো উন্নয়নশীল দল নয়। সবারই প্রত্যাশা থাকে প্রতিভা থেকে যেন ফল মেলে। আমার মনোযোগ থাকবে ফাস্ট বোলিং গ্রুপের দিকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দলের জন্য জয় বয়ে আনা।’ ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট ক্যারিয়ারে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-২০ ম্যাচ খেলেছেন।
শিরোনাম
- ইরানে ইসরায়েলি হামলায় নিন্দা পুতিনের
- ৫৩ বছর ইমামতি শেষে গ্রামবাসীর সম্মাননা পেলেন মাওলানা কবির
- ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট আটকের দাবি ইরানের
- ইসরায়েলে দুই শতাধিক মিসাইল হামলা ইরানের
- ‘ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব’
- ইসরায়েলিদের নতুন করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ আইডিএফের
- ‘নরকের দরজা খুলে যাবে ইসরায়েলের জন্য’
- দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ না পেয়ে বাংলাদেশিকে হত্যা
- কুষ্টিয়ায় পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ চুরি, আতঙ্কিত জনসাধারণ
- কাজীরহাট-আরিচা নৌরুটে যাত্রীর চাপ, গরমে অতিষ্ঠ যাত্রীরা
- ইরানকে চুক্তির আহ্বান ট্রাম্পের, নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি
- আত্মগোপনে নেতানিয়াহু!
- বরিশালে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন
- নোয়াখালীতে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
- শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
- সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭
- মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের
- সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫ ফাঁদ জব্দ
- নাফনদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- ঝিনাইদহে বিএনপি নেতার সভায় ককটেল বিস্ফোরণ
পেসারদের নতুন কোচ শন টেইট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর