নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন শন টেইটের সঙ্গে। বিসিবি গতকাল আনুষ্ঠানিকভাবে টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে টেইটের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান কোচের সঙ্গে বিসিবির মেয়াদকাল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। আগের বোলিং কোচ অ্যাডামসের সঙ্গে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। ক্রিকেট বিশ্বের অন্যতম দ্রুতগতির ফাস্ট বোলার টেইট চলতি মাসেই যোগ দেবেন ফিল সিমন্সের কোচিং স্টাফে। দায়িত্ব প্রাপ্তির পর উচ্ছ্বসিত নতুন বোলিং কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন। খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ।’ সিমন্সের মেয়াদকালও ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। ৪২ বছর বয়সি টেইট বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগং কিংসের পক্ষে খেলেছিলেন তিনি। বিপিএলের গত আসরে কোচ ছিলেন ফাইনাল খেলা চট্টগ্রামের। বোলিং কোচ হিসেবে টেইটের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশ্য অ্যালান ডোনাল্ড ও চামিন্দা ভাসের নামও ছিল। শেষ পর্যন্ত বিসিবি আস্থা রাখে টেইটের ওপর। টাইগার পারফরম্যান্সের গ্রাফ যেন ভালো হয়, সেদিকে নজর রাখবেন নতুন বোলিং কোচ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোনো উন্নয়নশীল দল নয়। সবারই প্রত্যাশা থাকে প্রতিভা থেকে যেন ফল মেলে। আমার মনোযোগ থাকবে ফাস্ট বোলিং গ্রুপের দিকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দলের জন্য জয় বয়ে আনা।’ ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট ক্যারিয়ারে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-২০ ম্যাচ খেলেছেন।
শিরোনাম
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
- বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় চায় বিজিএমইএ
- সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী
- পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে
- জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
- ভ্রমণ নিষেধাজ্ঞায় ‘নিস্তেজ’ পর্যটন
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প