ব্রাদার্স ইউনিয়ন পেশাদার ফুটবল লিগে কখনো চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতে পারেনি। সেই মানের দল না গড়ায় লিগে তারা উঁচু আসনে থাকতে পারছে না। এমনকি জনপ্রিয় ক্লাবটি পেশাদার লিগ থেকে একবার নেমেও গিয়েছিল। দুর্বল ক্লাব পরিচালনায় তারা সংকটে বন্দি। নতুনভাবে কমিটি গঠনের পর ব্রাদার্স চেনা রূপে ফেরার চেষ্টা করছে। গেল মৌসুমে লিগে পঞ্চম স্থানে ছিল। বড় দলগুলোকে রুখেও দিয়েছিল। আসন্ন ফুটবল মৌসুমে দেশিবিদেশি মিলিয়ে শক্তিশালী দল গড়ে। সেনেগাল, প্যারাগুয়ে, আইভরি কোস্ট ও ব্রাজিলের খেলোয়াড় অন্তর্ভুক্ত করে। সার্কভুক্ত দেশের ফুটবলাররা এবার দেশি কোটায় খেলতে পারবেন ঘরোয়া ফুটবলে। এ ক্ষেত্রে ব্রাদার্সই লাভবান হয়। নেপাল জাতীয় দলের চার খেলোয়াড়কে তারা দলে টেনেছে। দু-একজন চলে গেলেও লোকাল কালেকশনও মন্দ নয়। সব মিলিয়ে এবারই তারা চোখে ধরে রাখার মতো দল গড়েছে। ঘর গুছিয়ে ব্রাদার্স যখন মাঠে নামার অপেক্ষায়। তখনই ক্লাবটি বড় দুঃসংবাদ পেল। দলে ভেড়ানোর পরও তাদের ছয় ফুটবলার খেলতে পারবেন না। এর মধ্যে চার স্থানীয় ও দুই বিদেশি। প্যারাগুয়ের ফার্নান্দো জেসুস প্রিস্টোভোরেস কুইন ও নাইজেরিয়ার সানডে চিজোবাকে এবার প্রথম ব্রাদার্স দলভুক্ত করেছিল। স্থানীয়দের মধ্যে খেলতে পারবেন না গোলররক্ষক রাসেল মাহমুদ, নাবিল খন্দকার জয়, এলিটা কিংসলে ও আবিদ আহমেদ। প্রশ্ন হচ্ছে দলবদলে নাম নিবন্ধন করার পরও কেন ছয় ফুটবলার খেলতে পারবেন না। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবারই প্রথম নিয়ম করেছে নতুন মৌসুমে কারা খেলবে তাদের নাম ফেডারেশনে নিবন্ধন করার আগে তাদের কাছে সাবমিট করতে হবে এবং তা বাধ্যতামূলক। তা না হলে খেলার অনুমতি পাবে না। পেশাদার লিগে খেলা ক্লাবগুলো ফিফার নতুন নিয়ম জানত। তাই ফিফার কাছে খেলোয়াড়দের নামও পাঠায়। ব্রাদার্স সবার নাম পাঠালেও খামখেয়ালিপনায় ছয়জন বাকি থেকে যায়। প্যারাগুয়েন ফুটবলারের বিষয়টি আবার ভিন্ন। ব্রাদার্স ভুল করে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়ে ফার্নান্দোর ছাড়পত্র চেয়েছিল। খেলোয়াড় প্যারাগুয়ের আর উরুগুয়ের কাছে কেন চিঠি যাবে। ভুল করেই এমনটি ঘটেছে। ছয় ফুটবলারের আপাতত ব্রাদার্সে খেলার সুযোগ থাকছে না। কেননা উইন্ডো তো শেষ, চিঠি পাঠিয়ে ফিফা তা বাফুফের কাছে জানিয়েও দিয়েছে কারা খেলতে পারবেন না। সেকেন্ড উইন্ডোতে তাদের নাম ফিফায় রেজিস্ট্রেশন হওয়ার পরই খেলতে পারবেন। ব্রাদার্স ইউনিয়নে ফুটবল দলের ম্যানেজার আমের খান প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে ভুলের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘নতুন নিয়মে ফিফার এত খেলোয়াড় নাম পাঠানোর পরও ছয়জনের হলো না এটাই আক্ষেপ। যাক যা হওয়ার হয়ে গেছে ভুলের পুনরাবৃত্তি না ঘটে এখন থেকে আমরা সতর্ক থাকব।’ ছয়জন না খেললেও ব্রাদার্সের বড় সমস্যা হবে না। দলে চার নেপালি রয়েছেন। আইভরি কোস্ট, সেনেগাল ও ব্রাজিলের খেলোয়াড় থাকছেন। লোকাল তো আছেই। হয় তো শক্তি কিছুটা কমে গেল।
শিরোনাম
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
- চাকসুতে ভোট দিতে পর্যাপ্ত সময় পাবেন ভোটাররা, বহিরাগত প্রবেশে কঠোরতা
- ‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে’
- পাঁচ বছরে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াবে আড়াই মিলিয়ন টন
- রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা
- কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ
- রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি পাভেল
- জনগণ পিআর'র পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে: গোলাম পরওয়ার
দুঃসংবাদ ব্রাদার্সের
দলবদলের পরও ছয় ফুটবলার খেলতে পারবেন না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর