ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র পাঁচটি। ওয়ানডে ৪৪টি। টি-২০ ফরম্যাটে খেলেননি। আকরাম খান, বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার। ১৯৯৭ সালে তার অপরাজিত ৬৪ রানে ভর করে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। ওই জয়ে নিশ্চিত হয়েছিল ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ। ওই ইনিংসটি যে কোনো ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা ইনিংস। টাইগারদের পরিচিত প্রতিপক্ষ টিউলিপের দেশ নেদারল্যান্ডস। দুই দল ওয়ানডে এবং টি-২০ খেলেছে পরস্পরের বিপক্ষে। আইসিসি সহযোগী দেশটি তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে এখন সিলেটে। আজ, ১ ও ৩ সেপ্টেম্বর ম্যাচ তিনটি খেলবে। দলটির বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিচ্ছে লিটন বাহিনী। আকরাম খান এ সিরিজটিকে টাইগারদের প্রস্তুতিতে যথেষ্ট সহায়তা করবে বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো দলেরই জয়ের সম্ভাবনা থাকে। হাতেগোনা ২-৩টি ছাড়া দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি সহায়তা করবে লিটনদের। দলটির বিপক্ষে আমরা পরিষ্কার ফেবারিট। তারপরও জিততে হলে আমাদের ক্রিকেটারদের সাবলীল ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে টপ অর্ডারকে ধারাবাহিক হতে হবে।’ ডাচ বাহিনীর বিপক্ষে টি-২০ সিরিজ শেষ করে ৬ সেপ্টেম্বর মরুরাজ্য আরব আমিরাতে উড়ে যাবে লিটন বাহিনী। আবুধাবিতে ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। গ্রুপের শীর্ষ দুই দল গ্রুপ ফোরে খেলবে। টি-২০ এশিয়া কাপে টাইগাররা অংশ নেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। টি-২০ ক্রিকেটে নিজেদের দিনে যে কেউ ভালো করতে পারে জেনেও সাবেক অধিনায়ক আকরাম মনে করেন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেও পারে। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে সাফল্য পেতে ১, ২ ও ৩ নম্বর ব্যাটারদের যে কোনো একজনকে লম্বা ইনিংস খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব। এর আগে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার সম্ভাবনা দেখছি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে লিটনরা আত্মবিশ্বাসী। এখন শুধু ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিশেষ করে লিটনকে আরও দায়িত্বশীল হতে হবে।’
শিরোনাম
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- রংপুরে টাইফয়েড টিকা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত
- বিএনপি নেতার মাগফিরাত কামনায় রংপুরে যুবদলের দোয়া মাহফিল
- যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল
- ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে
- রংপুরে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘টপ অর্ডারকে লম্বা ইনিংস খেলতে হবে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর