ফুটবল নিয়ে লড়াই করতে গিয়ে সত্যিকারের লড়াইয়ের সামনে পড়ে গেছেন জামাল ভূঁইয়ারা। চলমান ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-নেপালের। কিন্তু ম্যাচটি হচ্ছে না। গতকাল ছাত্র-জনতার আন্দোলনে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। এ কারণে বাংলাদেশ দল অনুশীলনও করতে পারেনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে বিকালে দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে অনুশীলন সেশনটি স্থগিত করা হয়। বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, বাংলাদেশ দল নিরাপদে হোটেলেই অবস্থান করছে। পরবর্তীতে বিকালে টিম হোটেলে ইনডোর সেশন করেছেন জামাল ভূঁইয়ারা।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরকারবিরোধী কঠোর আন্দোলন করছে ছাত্র-জনতা। নেপালের মিডিয়ার খবর অনুয়ায়ী, গতকাল বিকাল পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কাঠমান্ডুর আশপাশেও কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবনে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ দল আজই দেশে ফেরার কথা। ম্যান না হলেও এর আগে গতকাল পূর্ব সংবাদ সম্মেলন যথা সময়েই অনুষ্ঠিত হয়েছে। কোচ কাবরেরা বলছেন, দ্বিতীয় ম্যাচটা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। প্রথম ম্যাচে ড্র করেই সন্তুষ্ট ছিলেন কোচ। বাংলাদেশ ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সি গ্রুপে ভারতের সঙ্গে ড্র করেছে। হেরেছে সিঙ্গাপুরের কাছে। সামনের মাসে হংকংয়ের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচ এবং ১৪ অক্টোবর কাই তেক স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।