ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসল গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। গতকাল নিটল টাটা পেশাদার ফুটবল লিগে ব্রাদার্স ২-১ গোলে স্বাধীনতা কাপে রানার্স আপ দল ফেনী সকারকে পরাজিত করে। উল্লেখ্য, ব্রাদার্সকে হারিয়েই ফেনী স্বাধীনতা কাপে ফাইনালে উঠেছিল। অর্থাৎ প্রতিশোধ নেওয়ার পাশাপাশি গোপীবাগের দলটি অনেক দিন পর লিগে তৃতীয় স্থানে অবস্থান করছে। ম্যাচে উভয় দলই আক্রমণ করলেও ব্রাদার্স সুযোগ কাজে লাগাতে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। প্রথমার্ধের ১৬ মিনিটে আগাস্ট্রিনের গোলে ব্রাদার্স এগিয়ে যায়। ৪০ মিনিটে ক্রেস্ট আকন্দ ব্যবধান বাড়ান। ৬১ মিনিটে ফেনী আলী আজগর গোল করলেও তাদের হেরেই মাঠ ছাড়তে হয়। ৮০ মিনিটে ফেনীর গোলরক্ষক নেহাল লালকার্ড পেলে বাকি সময়ে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়। এ জয়ে ১৫ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ২৫। অন্যদিকে মোহামেডান এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।