ফ্রান্সের জাইলস সিমনকে হারিয়ে (৭-৬, ৬-৭, ৬-২) রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পৌঁছন রাফায়েল নাদাল। ম্যাচ হারলেও ১৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ তারকাকে যথেষ্ট বেগ দেন সিমন।
প্রথম দু’টি সেটই টাইব্রেকারে গেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট জেতেন নাদাল। টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন ফরাসি খেলোয়াড় সিমন।
তৃতীয় সেটে অবশ্য সিমনকে দাঁড়াতেই দেননি নাদাল। চ্যাম্পিয়নের মতো ৬-২ সেট জিতে ম্যাচ পকেটে পুরেন ক্লে কোর্টের সম্রাট।