স্প্যানিশ ওয়েবসাইট মার্কা লিখেছে, চোটের জন্য বিশ্বকাপে আর নামা হবে না থিয়াগো অ্যালাকানট্রার। ফলে বিশ্বকাপে নামার স্বপ্ন শেষ থিয়াগোর।
এপ্রিলে লিগামেন্টে চোট পান থিয়াগো। সেই চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপে আর নামাই হবে না। থিয়াগো মাজিনহোর ছেলে। চোটের জন্য থিয়াগো বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে নামতে পারবেন না।