ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের হেডকোচ থাকতে। কিন্তু বিসিবির অনুরোধ আমলেই নেননি শেন জার্গেনসেন। বরং স্থির থেকেছেন নিজের অবস্থানে। বিদায় জানিয়েছেন প্রিয় শিষ্যদের। তার হঠাৎ বিদায়ে দুঃখ পেয়েছেন মুশফিকুর রহিমরা। কিন্তু ফিজির কোচ হওয়ার সংবাদে নিশ্চিত বিস্মিত হয়েছেন ক্রিকেটাররা। আরও বেশি কিছু হলে অবাক হওয়ার কিছু নেই। একটি টেস্ট দলের কোচ এখন আইসিসির গ্রেড সেভেনের কোচ! ক্রিকেট ইতিহাসে এমন আশ্চর্যজনক ঘটনা বোধহয় এই প্রথম। যাই হোক, জার্গেনসেনের সরে দাঁড়ানোয় বিসিবি এখন ব্যস্ত হয়ে পড়েছে হেডকোচ নিয়োগ দিতে। সে ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও অধুনা নিউ সাউথ ওয়েলসের কোচ চন্ডিকা হাতুরাসিংহে। তার নিয়োগের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। অবশ্য হেডকোচ হওয়ার লড়াইয়ে যে কয়জন দেশি কোচের নাম এসেছে, তাদের অন্যতম আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলে না হলেও কোচিংয়ে দেখা যাবে বুলবুলকে। এবার তিনি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রিমিয়ার ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংককে কোচিং করাবেন।
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল স্থায়ীভাবে থাকেন অস্ট্রেলিয়ায়। অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশেষ কাজ নিয়ে তিনি এখন ঢাকায়। ঢাকায় থাকালীন তার সঙ্গে জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে বোর্ডের কোনো আলোচনা হয়নি বলেই জানান, 'বাংলাদেশ দলের কোচ হওয়ার বিষয়ে এখনো বিসিবির কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি। যদি প্রস্তাব পাই তাহলে চিন্তা করে দেখব।' প্রস্তাব পেলেও সেটা যেন কমপক্ষে ২ বছরের হয়, সেটা বলছেন চার্লস ব্যানারম্যান ও ডেভ হওটনের পর দেশের টেস্ট অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল, 'আমার ভবিষ্যৎ আছে। আমি এসিসি গেম ডেভেলপমেন্টে কাজ করছি। সেখান থেকে আসতে হলে ভবিষ্যৎ নিশ্চিত করেই আসতে হবে। আমি চাই চুক্তি যেন দুই বছরের জন্য হয়। আমি এসিসির বেতনভুক্ত। সেখানে জীবনের নিশ্চয়তা আছে। সেটা ছেড়ে আসতে হলে নিশ্চয়তা চাই।' শোনা যায়, বিসিবি থেকে তাকে এক সময় প্রস্তাব দেওয়া হয়েছিল সাহারা ক্রিকেট একাডেমির কোচ হওয়ার জন্য। এ বিষয়ে বুলবুল কোনো মন্তব্য করেননি।
জাতীয় দলের কোচ হচ্ছেন না এখন অনেকটাই নিশ্চিত। এই সুযোগটাকে ছাড়তে চাইছেন না গাজী ট্যাংকের (যা এ মৌসুমে খেলবে লিজেন্ড অব রূপগঞ্জ নামে) কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, 'বুলবুল বাংলাদেশের সেরা কোচ। আমি তাকে আমার দলের কোচ হিসেবে চাই।' অবশ্য বাদল বলেছেন, 'যদি বুলবুলকে না পাই কোনো কারণে, তাহলে বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সকে দেখা যেতে পারে।' গাজী ট্যাংকের প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছেন বুলবুল, 'গাজী ট্যাংকের পক্ষ থেকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে। আমি আগামী ২-৩ দিনের মধ্যেই এর চূড়ান্ত উত্তর দেব। অবশ্য কোচিং করার বিষয়টি নির্ভর করছে এসিসির কার্যক্রমের ওপর।' গাজী ট্যাংকের এ মৌসুমের ম্যানেজার জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ারই কোচ হওয়ার অফিসিয়াল প্রস্তাব দিয়েছেন বুলবুলকে।
বুলবুল এর আগে ঘরোয়া ক্রিকেটে আবাহনীকে কোচিং করিয়েছেন। 'লেভেল থ্রি' করা বুলবুলের কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। সুতরাং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বুলবুলের। জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, ঘরোয়া ক্রিকেটে এমন কোচও রয়েছেন। খালেদ মাহমুদ সুজন কোচিং করাচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। খালেদ মাসুদ পাইলট কোচিং করিয়েছেন মোহামেডান, প্রাইম দোলেশ্বরকে। সুতরাং এমন তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিঃসন্দেহে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে অনেকদূর।