বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, স্বাগতিক ব্রাজিল, আর্জেন্টিনার পথ ধরে বিশ্বকাপ দল ঘোষণা করেছে গ্রিস। কোচ ফারনান্দো স্যান্টোস গত বুধবার ঘোষণা করেছেন ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ইনজুরির জন্য যেখানে জায়গা হয়নি অলিম্পিয়াকোসের রক্ষণভাগের তারকা ফুটবলার দিমিত্রিস শিয়োভাসের। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়স্ক নিকোস কারাবেইয়াস ও ২২ বছর বয়স্ক নিকোস কারেলিস। দলটির পর্তুগিজ কোচ স্যান্তোস ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন ১৯ মে।
গোলরক্ষক : ওরেসটিস কার্নেজিস, আলেকজান্দ্রোস জর্বাস, প্যানাগিয়োটিস গ্লাইকস স্টিফানোস কাপিনো।
রক্ষণভাগ : আব্রাহাম পাপাডোপুলস, কোস্টাস ম্যানোলাস, জোস হোলিবাস, সক্রেটিস পাপাসটাতোপোওলাস, ভাঙ্গেলিস মোরাস, গিয়োর্গোস জাভেলাস, লুকাস ভিন্ত্রা, নিকোস কারাভেলাস ও ভাসিলাস তরোসিডাস।
মধ্যমাঠ : আখেজান্দ্রোস জিয়োলিস, আন্দ্রিয়াস সামারিস, জিয়ানিস মানিয়াটিস, কোস্তাস কাতসোওরানিস, প্যানাগিয়োটিস টাচসিডিস, জিয়ানিস ফিটফাজিডিস, কোস্তাস ফরটুনিস, ল্যাজারোস ক্রিস্টোডোপিলওলোস ও প্যানাগিয়োটিস কোনে।
আক্রমণ ভাগ : দিমিত্রিস পাপাডোপুওলাম, নিকোস কারেলিস, স্টেফানোস অ্যাথানাসিয়াডোস, দিমিত্রিস সালফিরগিডিস, গিয়োর্গস সামারাস, কোস্তাস মিত্রোগ্লু ও ফানিস গেকাস।