দ্রুত সময় ঘনিয়ে আসছে। আর মাত্র ২৭ দিন বাকি 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের সবচেয়ে বড় আসরে এবার অংশ নেবে ৩২ দল। দলগুলো এর মধ্যেই শুরু করেছে স্কোয়াডের নাম জানানো। কোনো কোনো দল ঘোষণা করেছে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড। আবার কোনো দল জানিয়েছে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড। এর মধ্যেই ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ফিলিপ লুই স্কোলারি। যাতে জায়গা হয়নি রোনালদিনহো, কাকা, রবিনহোর মতো তারকা ফুটবলারদের। জায়গা হয়েছে ফ্রেডের। ঘরের মাটিতে বিশ্বকাপ। ফ্রেড তাই স্বপ্ন দেখছেন ১৩ জুলাই মারাকানায় ফাইনাল খেলার। সেই ফাইনালে দেখতে চাইছেন ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে।
মারাকানার দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলিয়ানদের। ৬৪ বছর আগে ১৯৫০ সালে ব্রাজিলে বসেছিল বিশ্বকাপ আসর। সেবার ফেবারিট ছিল স্বাগতিকরা। অলিখিত ফাইনালে উরুগুয়ের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে দল, তাই সেদিন মারাকানায় দুই লাখের ওপর ফুটবলপ্রেমী উপস্থিত হয়েছিলেন গ্যালারিতে। কিন্তু সেদিন আনন্দ উৎসবে মেতে ওঠা হয়নি ব্রাজিলিয়ানদের। হেরে যায় উরুগুয়ের কাছে। ৬৪ বছর আগের সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে এবার উৎসবে মাততে চান ব্রাজিলিয়ানরা। সেটা করে দেখাতেই ব্রাজিল আস্থা রেখেছে ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের কোচ স্কোলারির ওপর। স্কোলারিও চাইছেন শিরোপা জিততে। কোচের পথ অনুসরণ করে চ্যাম্পিয়ন হতে চাইছেন ফুটবলাররাও। ফ্রেড চাইছেন মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল, 'মারাকানায় ফাইনাল খেলা আমার কাছে স্বপ্নের মতো। সেই ফাইনাল আরও স্বপ্নময় হবে, যদি ফাইনালে খেলে ব্রাজিল ও আর্জেন্টিনা।' অবশ্য স্পেন কিংবা জার্মানি ফাইনালে প্রতিপক্ষ হলেও এই ব্রাজিলিয়ানের কোনো আক্ষেপ নেই।
ফ্রেড চাইলেই তো আর হবে না। ফাইনালে আগেই মুখোমুখি হতে পারে দুই দল। সেটা অবশ্য নির্ভর করছে দুই দলের গ্রুপ পর্বের খেলার ওপর। যদি দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনালের আগে দুই দলের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি গ্রুপ পর্বে অবস্থানের হেরফের হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে ব্রাজিল খেলবে 'এ' গ্রুপে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেঙ্েিকা ও ক্যামেরুন। 'এফ' গ্রুপে খেলবে আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া।
শুধু ফ্রেড একা নন, বিশ্বের ফুটবলপ্রেমীরাই চাইছেন ব্রাজিল-আর্জেন্টনা স্বপ্নের ফাইনাল।