গ্যাব্রিয়েলা লেনজি ব্রাজিলের তারকা নেইমারের নতুন প্রেমিকার নাম। ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণী একজন মডেল। এর মধ্যেই নেইমার লেনজিকে বার্সেলোনায় এনে বার্সেলোনা সতীর্থদের সঙ্গে পরিচয়ও করিয়েছেন তিনি।
ব্রাজিলীয় এই তারকার এখন পায়ে চোট। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তাঁকে নামাতে চাইছে বার্সা। ব্রাজিল আবার চাইছে নেইমারকে যেন খেলানো না হয়। অ্যাটলেটিকোর বিরুদ্ধে খেলতে গিয়ে যদি ফের চোটের কবলে পড়েন নেইমার, তাহলে বিশ্বকাপে আর নামা হবে না তাঁর।