ভারতে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। বিপুল ভোটে জয়ী হয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি নতুন সরকার গঠনের অপেক্ষায়। এবারের নির্বাচনে ভারতীয় বেশ কজন জনপ্রিয় ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এর মধ্যে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আজহার উদ্দিন অন্যতম। গত নির্বাচনে তিনি কংগ্রেস থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এবার আর পেরে ওঠেননি। রাজস্থানের মাঠোপুর আসন থেকে আজহার হেরে যান বিজেপির প্রার্থী সুখ বীর সিং জোনপুড়িয়ার কাছে। মোহাম্মদ কাইফের নেতৃত্বে ভারত একবার অনূধর্্ব-১৯ বিশ্বকাপ জয় করে। পরে তিনি জাতীয় দলে সুযোগ পেয়ে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কাড়লেও দীর্ঘদিন থেকে সুযোগ পাচ্ছেন না। ক্রিকেট ছেড়ে এবার তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে চেয়েছিলেন। ফুলপুর থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। কিন্তু আজহারের মতো তিনিও নির্বাচনী লড়াইয়ে পেরে উঠতে পারেননি। বিজেপি প্রার্থী কৃষকপ্রসাদের কাছে হার মানেন। কাইফ ২০ হাজার ১৬৭ ভোট পেলেও কৃষক পান ৯৬ হাজার ৭৮৫।
এদিকে ভারতকাঁপানো সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়াও লোকসভা নির্বাচনে হেরে যান। দার্জিলিং আসন থেকে তার জেতার ব্যাপারে অনেকে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি হার মানেন বিজেপির সুরেন্দ্র আল ওয়ালিয়ার কাছে। সুরেন্দ্র যেখানে ৬১ হাজার ৫৭৭ ভোট পান সেখানে বাইচুং পান ৪০ হাজার ৭৯৪। তবে আরেক সাবেক নন্দিত ফুটবলার প্রসূন ব্যানার্জি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে ৪ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের প্রদীপ ভট্টাচার্য পান ৩ লাখ ৯৯ হাজার ৪২২ ভোট।