টুর্নামেন্টের সপ্তম বাছাই ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। স্পেনের ফার্নান্দো ভারদাসকোকে সরাসরি সেটে হারিয়ে টুর্নামেন্টের ছেলেদের বিভাগে শেষ আটে উঠলেন তিনি। আগামীকালের কোয়ার্টার ফাইনালে মারে ফরাসি তারকা গায়েল মনফিলসের বিরুদ্ধে খেলবেন। খবর বিবিসির
মারে ও ভারদাসকোর মধ্যকার চতুর্থ রাউন্ডের খেলাটি ২ ঘণ্টা ৫৪ মিনিট স্থায়ী হয়। শেষ সেট টাইব্রেক পর্যন্ত গড়ায়। মারে টাইব্রেক পয়েন্টটি জিতে জয় নিশ্চিত করেন।
এদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে গতবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল তার স্বদেশি ডেভিড ফেরেরের বিরুদ্ধে খেলবেন। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন এ দুই স্পেনিশ।