ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিটা হাতেনাতেই পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কেকেআরের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের সাথে যোগ হয়েছে ব্যক্তিগত একটি অর্জনও। এ বছর সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সাকিব।
এদিকে সিয়াট বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন, ওয়ানডের বর্ষসেরা ভারতের শিখর ধাওয়ান। আর বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি।
এবার আইপিএলে অলরাউন্ড পারফরম্যান্সে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ তালিকায় ছয় নম্বরে সাকিব।