অনেকের নজর এড়াতে পারলেও ক্রিকইনফোর নজর এড়াতে পারেননি ফিক্সিংয়ের দায়ে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্রর একটি টি ২০ টুর্নামেন্টে খেলেছেন তিনি। স্থানীয় একটি দলের হয়ে খেলেন আশরাফুল। ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
তবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় টুর্নামেন্ট খেলায় তার কোনো সমস্যা নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৩-২৬ মে অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। এতে ১২টি দল অংশ নেয়। মোহাম্মদ আশরাফুল খেলেছেন পেগাসাসের হয়ে। তবে সেমিফাইনালেই বিদায় নিতে হয় অাশরাফুলের দলকে।