পশ্চিম লন্ডনের ক্লাব চেলসির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইংলিশ খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। চলতি মাসেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩৫ বছর বয়সী ল্যাম্পার্ডের। ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষ্যে তিনি বর্তমানে ইংল্যান্ড স্কোয়াডের সঙ্গে মিয়ামিতে অবস্থান করছেন। খবর বিবিসির
এ প্রসঙ্গে ল্যাম্পার্ড বলেন, চেলসি আমার জীবনেরই একটি অংশ হয়ে গেছে।
২০০১ সালে ১১ মিলিয়ন পাউন্ডের এক চুক্তিতে ওয়েস্ট হ্যাম ছেড়ে চেলসিতে যোগ দেন ল্যাম্পার্ড। ক্লাবটির হয়ে তিনি মোট ৬৪৮টি খেলায় অংশ নিয়েছেন। গোল করেছেন ২১১টি যা তাকে ক্লাবটির সব সময়ের শীর্ষ গোলকারীতে পরিণত করেছে।
চেলসি ছেড়ে দিলেও ফুটবল থেকে অবসর নিবেন কিনা এ ব্যাপারে বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নিবেন তিনি। তবে ইতোমধ্যে অন্য ১৬টি ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ল্যাম্পার্ড।